দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের অধীন সাঁথিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মহরমকে স্থায়ীভাবে আহ্বায়ককে বহিষ্কার করা হয়েছে।
পাবনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে বহিষ্কার
সোমবার (১১ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও সদস্য সচিব কমল শেখ টিটু স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক এস. এম. আদনান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কারাদেশে উল্লেখ করা হয় যে, আনোয়ার হোসেন মহরম চাঁদাবাজি, হত্যার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন। এ অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে দলীয় সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তাকে দলের কোন কার্যক্রমে অংশগ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান বলেন, ‘সরকার পতনের পরও বহুবার সতর্ক করা সত্ত্বেও মহরম চাঁদাবাজি ও হত্যার হুমকি দিয়ে অর্থ আত্মসাৎ করছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।’

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মহরমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে মোবাইলফোনে পাওয়া যায়নি। এ ঘটনায় পাবনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে সূত্র জানিয়েছে।
আরও দেখুনঃ