পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

আমাদের আজকের আলোচনার বিষয় পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য. পাবনা-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত ।

 

পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

 

ময়মনসিংহ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

বাংলাদেশে অবস্থিত পাবনা-জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ-পূর্ব কোণ সৃষ্টি করেছে। এটি ২৩°৪৮′ হতে ২৪°৪৭′ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০২′ হতে ৮৯°৫০′ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর উত্তর দিক ঘিরে আছে সিরাজগঞ্জ জেলা আর দক্ষিণে পদ্মা নদী একে রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা হতে পৃথক করেছে। এর পূর্ব প্রান্তদিয়ে যমুনা নদী বয়ে গেছে এবং পশ্চিমে নাটোর জেলা। পাবনার আমিনপুর থানার দক্ষিণ-পূর্ব প্রান্তে এসে পদ্মা ও যমুনা নদী পরস্পর মিলিত হয়েছে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য:-

আয়তন ২,৩৭১.০০ বর্গ কিঃমিঃ
নির্বাচনী এলাকা ৫ টি
মোট ভোটার ১৪,৮৪,৭৩২ জন
পুরুষ ভোটার ৭,৩১,৩৩৬ জন
মহিলা ভোটার ৭,৫৩,৩৯৬ জন
উপজেলা ৯ টি
থানা ১১ টি
পৌরসভা ৯ টি
ইউনিয়ন ৭৪ টি
মৌজা ১,৪৮৭ টি
নদী ৮ টি
উন্মুক্ত জলমহল ১৪৩ টি
হাট বাজার ১৬১ টি
মোট জমি ২,৩৬,৫৬৬ হেক্টর
মোট আবাদি জমি ১,৮৫,৭৫০ হেক্টর
ইউনিয়ন ভূমি অফিস ৬১ টি
মোট পাকা রাস্তা ১৫৭৯.০০ কিঃমিঃ
মোট কাঁচা রাস্তা ৩৫২৮.০০ কিঃমিঃ
আবাসন/আশ্রায়ন প্রকল্প ৫ টি
আদর্শ গ্রাম ২৫ টি

 

পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য

 

আরও পড়ুনঃ

১ thought on “পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য”

Leave a Comment