দু’দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা,জেলায় আজ চাষাবাদে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দু’দিন ব্যাপী কৃষি প্রযুক্তি-মেলা শুরু হয়েছে।

পাবনায় দু’দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা
আজ বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ হুসাইনী প্রমুখ বক্তব্য রাখেন।

আরো পড়ুনঃ
১ thought on “পাবনায় দু’দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা”