পাবনার সড়কে প্রাণ গেল যুবকের, আহত ২

সড়কে প্রাণ গেল যুবকের – পাবনার আমিনপুর থানার কাশিনাথপুরে ইট বোঝাই ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য দুই আরোহী।

 

পাবনার সড়কে প্রাণ গেল যুবকের, আহত ২

 

সোমবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কাশিনাথপুর ফুলবাগান মোড়ে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিনাথপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল। নিহত যুবক পাবনার বেড়া উপজেলার নগরবাড়ি বসন্তপুর গ্রামের ইকবাল শেখের ছেলে জামিল শেখ (২৩)। আহতরা হলেন- একই এলাকার মাখম আলীর ছেলে পরাগ হোসেন ও সিংহাসন গ্রামের ধ্বনি শেখের ছেলে ইমরান শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাজিরহাট এলাকা থেকে জামিল, পরাগ ও ইমরান মোটরসাইকেলে করে কাশিনাথপুরের দিকে যাচ্ছিলেন। কাশিনাথপুর ফুলবাগান মোড়ে নগবাড়িগামী ইট বোঝাই ভটভটির  সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়।

জামিল ও পরাগের অবস্থা গুরুতর ছিল। তাদের পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই জামিল মারা যান। আহত পরাগ পাবনা জেনারেল হাসপাতালে ও ইমরান কাশিনাথপুরের ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কাশিনাথপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক রাবিন্দ্র নাথ মন্ডল বলেন, ‍“আজ আমরা বেড়া এলাকায় ডিউটিতে ছিলাম। দুর্ঘটনা ঘটেছে শোনা মাত্রই ঘটনাস্থলে এসে ভটভটি এবং মোটরসাইকেল উদ্ধার করে আমিনপুর থানায় হস্তান্তর করেছি। একজন মারা গেছেন। দুইজন হাসপাতাল ভর্তি।”

 

আরও দেখুনঃ

Leave a Comment