পাবনার বাসচাপায় গৃহবধূ – পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছে ভ্যানচালকসহ আরও দুইজন।শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পাবনার বাসচাপায় গৃহবধূ নিহত, আহত ২
মাধপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূ হলেন- সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রত্না বেগম (৪০)। আহত দুইজনের মধ্যে ভ্যানচালকের নাম পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- একই উপজেলার তেলকুপি গ্রামের মোছেব খাঁর ছেলে কালু খাঁ (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় হাসান পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে বেড়া উপজেলার দিকে যাচ্ছিল। আর অটোভ্যানটি যাত্রী নিয়ে মাধপুর বাজার থেকে আতাইকুলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তেলকুপি নামক স্থানে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ওই গৃহবধূ নিহত হন। আহত হন ভ্যানচালকসহ আরও দুইজন। তাঁদের মধ্যে ভ্যানচালক কালু খাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আহত আরেকজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে মাধপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান বলেন, ’খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক। সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
আরও দেখুনঃ