পাবনায় হেরোইনসহ মাদক – পাবনায় প্রায় ১৫ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা সদর উপজেলার নুরপুর এলাকায় অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন র্যাব। এদিন বিকেলে এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
পাবনায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গ্রেফতারকৃত ব্যক্তি রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পশ্চিম পাড়ার মৃত ওহেদ শেখের ছেলে মোস্তাফিজুর রহমান মুসা (৫৫)। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসাসহ একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন জেলায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো। ঘটনার দিন কিছু মাদক ব্যবসায়ী মাদকসহ পাবনার নুরপুর এলাকায় অবস্থান করছে বলে গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে মূসাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা ১৪৯ গ্রাম হেরোইন যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৯০ হাজার টাকা জব্দ করা হয়।
এ ব্যাপারে পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার ইলিয়াস খান জানান, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জব্দকৃত হেরোইনসহ পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও দেখুনঃ