হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড,জেলায় আজ সদর উপজেলার মাহাতাবউদ্দিন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড ও নয়জনকে বেকুসল খালাস দিয়েছে আদালত। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয়মাসের করে কারাদন্ড দেওয়া হয়েছে।
পাবনায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড
আজ সোমবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা ব্যক্তিরা হলে- জেলার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘী গোহাইল বাড়ি এলাকার মন্টু প্রামাণিক, সাহেব মোল্লা ও নওজেস প্রামাণিক।
এ মামলায় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- বিশেষ পাবলিক প্রসিকিউটর দেওয়ান মজনুল হক এবং আসামিপক্ষে ছিলেন সনৎ কুমার সরকার।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার দিঘী গোহাইল বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে নিহত মাহাতাব গংদের সঙ্গে দন্ডিতদের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরধরে ২০০৮ সালের ১৬ মার্চ দুপুর ১১ টার দিকে তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিরোধ মীমাংসার জন্য বিদ্যালয়ে যান। ওইসময় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত মাহাতাবউদ্দিনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাতিজা আবু বক্কর সিদ্দিকী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য শেষে সোমবার আদালত তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও নয়জনকে মামলা থেকে খালাস দেয়। একই সঙ্গে দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয়মাসের করে কারাদন্ড দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ
2 thoughts on “পাবনায় হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদন্ড”