পাবনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে আলোচনা সভা

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে আলোচনা সভা,পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

পাবনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে আলোচনা সভা

 

পাবনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে আলোচনা সভা

সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মসজিদের ইমাম, ইপিজেড কর্মকর্তা, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে। সোমবার দিনব্যাপী পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন তরান্বিত করতে কারিগরি শিক্ষা বিশেষ ভূমিকা রাখছে।

প্রাবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের জন্য এবং দক্ষ জনশক্তি তৈরী করতে ব্যাপক প্রদক্ষেপ গ্রহণ করেছে। দক্ষ জনশক্তি বৈদেশিক অর্থ অর্জনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং দেশের ভাবমুর্তি উজ্জ্বল করবে। দক্ষ জনশক্তি তৈরীতে সরকারের প্রদক্ষেপ সমূহ জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নাই।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. মকছেদুল আলমের সভাপতিত্বে এবং একাডেমিক ইন-চার্জ অমল কুমারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জনশক্তি ও কর্মসংস্থান পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আখলাখ উজ জামান ও বাসসের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট প্রমুখ।

 

পাবনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়নে আলোচনা সভা

 

আরো পড়ুনঃ