আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল,জেলায় আজ সমাবেশের নামে দেশব্যাপী বিএনপি’র নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ-মিছিল ও গণজমায়েত কর্মসূচি পালন করেছে জেলা আওয়ামী-লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

পাবনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা আওয়ামী-লীগ কার্যালয়ের সামনে শহরের আব্দুল হামিদ রোডে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার দুপুর ১১টার দিকে আওয়ামী-লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ-মিছিলটি শহরের আব্দুল হামিদ রোড, ট্রাফিক মোড় ও বীনাবাণী চৌরাস্তা হয়ে পরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পাবনা জেলা আওয়ামী-লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স মিছিলের নেতৃত্ব দেন।

জাতির শ্রেষ্ঠ সন্তান শতাধিক বীর মুক্তিযোদ্ধা জাতীয় পতাকা নিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ^াস সনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মেদ শরিফ ডাবলু ও জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুনঃ
৩ thoughts on “পাবনায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল”