দুই প্রতিষ্ঠানকে জরিমানা – পাবনার আটঘরিয়ায় পাটকাঠি থেকে কার্বন উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পাবনায় কার্বন উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা এবং পরিবেশের ক্ষতিসাধন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ছাড়পত্র নবায়ন না থাকায় তাদের এই জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই’র গোপন তথ্যের ভিত্তিতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী। এসময় পাবনা পরিবেশ অধিদফতরের পরিদর্শক আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদফতরের পরিদর্শক আব্দুল মোমিন জানান, আটঘরিয়া উপজেলার চকচৌকিবাড়ী পরানপুর গ্রামে জয়া কোম্পানি লিমিটেড এবং বেলদহ গ্রামে ক্যাপ্টেন চারকোল লিমিটেড পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না নিয়ে কয়েক বছর ধরে বিপুল পরিমাণ পাটকাঠি পুড়িয়ে পরিবেশের ক্ষতিসাধন করে আসছিল। এছাড়া, উভয় প্রতিষ্ঠানেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ছাড়পত্র নবায়ন ছিল না।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত জয়া কোম্পানি লিমিটেডকে ১০ হাজার টাকা এবং ক্যাপ্টেন চারকোল লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেইসাথে বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত কোম্পানি বন্ধ থাকার নির্দেশ দেয়া হয়।
আরও দেখুনঃ