আমাদের আজকের আলোচনার বিষয় পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য. পাবনা-জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের অন্তর্গত ।

ময়মনসিংহ জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-
বাংলাদেশে অবস্থিত পাবনা-জেলা রাজশাহী বিভাগের দক্ষিণ-পূর্ব কোণ সৃষ্টি করেছে। এটি ২৩°৪৮′ হতে ২৪°৪৭′ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০২′ হতে ৮৯°৫০′ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর উত্তর দিক ঘিরে আছে সিরাজগঞ্জ জেলা আর দক্ষিণে পদ্মা নদী একে রাজবাড়ী ও কুষ্টিয়া জেলা হতে পৃথক করেছে। এর পূর্ব প্রান্তদিয়ে যমুনা নদী বয়ে গেছে এবং পশ্চিমে নাটোর জেলা। পাবনার আমিনপুর থানার দক্ষিণ-পূর্ব প্রান্তে এসে পদ্মা ও যমুনা নদী পরস্পর মিলিত হয়েছে।

পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য:-
| আয়তন | ২,৩৭১.০০ বর্গ কিঃমিঃ |
| নির্বাচনী এলাকা | ৫ টি |
| মোট ভোটার | ১৪,৮৪,৭৩২ জন |
| পুরুষ ভোটার | ৭,৩১,৩৩৬ জন |
| মহিলা ভোটার | ৭,৫৩,৩৯৬ জন |
| উপজেলা | ৯ টি |
| থানা | ১১ টি |
| পৌরসভা | ৯ টি |
| ইউনিয়ন | ৭৪ টি |
| মৌজা | ১,৪৮৭ টি |
| নদী | ৮ টি |
| উন্মুক্ত জলমহল | ১৪৩ টি |
| হাট বাজার | ১৬১ টি |
| মোট জমি | ২,৩৬,৫৬৬ হেক্টর |
| মোট আবাদি জমি | ১,৮৫,৭৫০ হেক্টর |
| ইউনিয়ন ভূমি অফিস | ৬১ টি |
| মোট পাকা রাস্তা | ১৫৭৯.০০ কিঃমিঃ |
| মোট কাঁচা রাস্তা | ৩৫২৮.০০ কিঃমিঃ |
| আবাসন/আশ্রায়ন প্রকল্প | ৫ টি |
| আদর্শ গ্রাম | ২৫ টি |

আরও পড়ুনঃ
১ thought on “পাবনা জেলার জনসংখ্যা বিষয়ক তথ্য”