পাবনায় প্রকাশ্যে গলা কেটে তরুণকে হত্যা, আটক ৩

পাবনা জেলা শহরে তুষার হোসেন (২২) নামের এক তরুণকে গলা কেটে তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে মধ্য শহরের খেয়াঘাট সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

 

পাবনায় প্রকাশ্যে গলা কেটে তরুণকে হত্যা, আটক ৩

 

তুষার শহরের রাধানগর ময়দানপাড়া মহল্লার আবদুল মান্নানের ছেলে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, গতকাল রাত ৮টার দিকে খেয়াঘাট সড়কের বর্ণমালা কিন্ডারগার্টেনের সামনে অবস্থান করছিলেন তুষার। এ সময় সেখান থেকে তাঁকে ধরে পাশের একটি স্থানে নিয়ে যান কয়েকজন যুবক।

 

 

একপর্যায়ে গলা কেটে তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তুষারকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁখে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তুষারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। তবে কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment