পাবনার সাঁথিয়া উপজেলায় একজনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে; যাকে চরমপন্থি বলছে পুলিশ। উপজেলার রাউতি গ্রামের এবতেদায়ী মাদ্রাসা এলাকায় রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে সাঁথিয়া থানার ওসি সাইদুর রহমা জানান।
পাবনায় ‘চরমপন্থিকে’ গলাকেটে হত্যা
নিহত ৪৫ বছর বয়সী বাকুল সাঁথিয়ার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশন আলীর ছেলে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, চরমপন্থি জীবন থেকে ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলেন বাকুল। এরপর গ্রামে থেকে ঘোড়ার গাড়ি চালিয়ে সংসার চালাতেন। রোববার রাতে ঘোড়ার গাড়িতে ধান নিয়ে রাউতি গ্রামের জালাল মাস্টারের বাড়িতে যাচ্ছিলেন। পথে মুকুলের বাড়ির পেছনের সড়কে কয়েকজন তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ফেলে রেখে যায়। এরপর স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

ওসি বলেন, “বাকুল আগে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) দলের সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। “তবে তাকে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
আরও দেখুনঃ