পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত -খবর দিয়ে শুরু করছি সুনামগঞ্জ জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
সারা সপ্তাহের খবর
যুবককে মারধর করায় পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত
পাবনার চাটমোহর উপজেলায় এক যুবককে লোহার রড দিয়ে মারধর করার অভিযোগে সিরাজুল ইসলাম (৩৫) নামের এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার মারধরের এ ঘটনা ঘটে। আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনা জানার পর রোববার সকালে সিরাজুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তীব্র যানজটে নাকাল ঈশ্বরদীবাসী
পাবনার ঈশ্বরদী পৌর শহরের বাজার, রেলগেট, পোস্ট অফিস মোড়, চাঁদ আলী মোড়, স্টেশন রোড়ে যানজট তীব্র আকার ধারণ করেছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ অসহায়। তাদের কোনো উদ্যোগই কাজে আসছে না। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসাীকে।
বেড়াতে এসে আগুনে পুড়ে প্রাণ গেল শিশুর
পাবনায় নানাবাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে মারিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আগুনে চারটি ঘরও পুড়ে গেছে। রোববার (৯ এপ্রিল) দুপুরে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের বিলচাপড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বাড়িওয়ালার ভাইয়ের সঙ্গে মারামারি করে পুলিশ কনস্টেবল বরখাস্ত
বাড়ির মালিকের ভাইয়ের সঙ্গে মারামারি করায় পাবনার চাটমোহর থানার কনস্টেবল সিরাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার ( ৯ এপ্রিল) তাকে বরখাস্ত করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এর আগে শনিবার (৮ এপ্রিল) পাবনার চাটমোহর পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মহিত কলোনিতে প্রবাসী সবেদ আলীর বাড়িতে তার ভাই মকবুল হোসেন প্রামাণিকের (৩৫) সঙ্গে সিরাজুল ইসলামের মারামারির ঘটনা ঘটে।
পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীকে গলাকেটে হত্যা
পরকীয়ার জেরে পাবনার আটঘরিয়া উপজেলায় আলহাজ্ব হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও প্রতিবেশী এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামে এ ঘটনা ঘটে। পেশায় কৃষক নিহত আলহাজ্ব হোসেন জুমাইখিরি গ্রামের মৃত নাগর প্রামাণিকের ছেলে।
বিছানায় পচছিল লাশ
পাবনার ঈশ্বরদী উপজেলায় ভাড়া বাসা থেকে সুবর্ণা খাতুন (২৯) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৩ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নতুন ট্রাফিক মোড় এলাকার একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উঠানে মিলল যুবকের গলাকাটা লাশ
পাবনার আটঘরিয়া উপজেলায় নিজ বাড়ির উঠানে পড়ে ছিল যুবকের গলাকাটা লাশ। শুক্রবার সকালে উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। স্বজনেরা বলছেন, দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করেছে। নিহত যুবকের নাম আলহাজ আলী (৩৬)। তিনি উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামের মৃত নাগর প্রামাণিকের ছেলে। তিনি কৃষক ছিলেন।
ঈদের আগে লাল ক্রস চিহ্ন পড়ল ৫০ ব্যবসায়ীর দোকানে
পাবনার ঈশ্বরদী শহরে অবস্থিত রেলওয়ে সুপার মার্কেটের দোকানিদের উচ্ছেদ নোটিশ দেওয়ায় ঈদের পণ্য বিক্রির আনন্দে ভাটা পড়েছে ৫০ ব্যবসায়ীর। রোববার দুপুরে অর্ধশতাধিক দোকানে লাল ক্রস চিহ্ন দিয়ে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পাকশী রেলওয়ে ভূমি সম্পদ কার্যালয়।
আরও পড়ুনঃ
1 thought on “পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত | সারা সপ্তাহের খবর”