বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত, ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকাশ করি’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
আজ শনিবার সকালে পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
পাবনা জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র’র আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আকতার।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা তাজ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুল কবীর, বাসস’র পাবনা সংবাদদাতা রফিকুল ইসলাম সুইট, কনসালটেন্ট (ফিজিও থেরাপী) ডা. আসমাউল হুসনা, সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজ আহমেদ প্রমূখ। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবেশন কর্মকর্তা মো. পল্লব ইবনে শায়খ।
সভায় বক্তারা বলেন, অটিজম সমাজের বোঝা নয়, এদের রয়েছে অনেক প্রতিভা।

প্রতিভাকে জাগ্রত করে সম্পদে পরিণত করা সম্ভব। অটিজমদের উন্নয়নের সরকার নানা প্রদক্ষেপ নিয়েছে।
তারা বলেন,অভিভাবকগণ যতœশীল হলে অনেকাংশেই ভালো হবে। সমাজের সবাইকে দায়িত্বশীল হয়ে তাদের সাথে ভালো আচরণ করতে হবে।
কনসালটেন্ট (ফিজিওথেরাপী) ডা. আসমাউল হুসনা প্রতিবন্ধিদের সম্পর্কে করনীয়, পরিবারের দায়িত্ব, সামাজিক সচেতনতা ও প্রতিকারের বিষয়ে উপস্থাপন করেন।

আরো পড়ুনঃ
১ thought on “পাবনায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত”